
প্রকাশিত: Sun, Dec 10, 2023 9:55 PM আপডেট: Wed, May 14, 2025 1:13 AM
[১]ইহুদি-বিদ্বেষ বিষয়ে ম্পষ্ট অবস্থান না নেয়ায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রধানের ক্ষমা প্রার্থনা [২]পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ম্যাগিলের পদত্যাগ
ইকবাল খান: [২] হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্লডিন গে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ক্ষমাপ্রার্থনা করেছেন। আর শনিবার পদত্যাগ করেছেন পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান লিজ ম্যাগিল। শিক্ষার্থীদের একাংশের পক্ষ থেকে ইহুদি হত্যার ডাক যে বিশ্ববিদ্যালয়ে হেনস্থা ও হয়রানির পরিবেশ তৈরি করেছে, সে কথা আরও স্পষ্ট করে বলা উচিত ছিল বলে মেনে নিয়েছেন ক্লডিন গে।
[৩] ইসরায়েল-হামাস যুদ্ধের পটভূমিতে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলির কোনও কোনও অংশে ইহুদি-বিদ্বেষের বীজ নতুন করে ছড়াতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল।
[৪] মার্কিন কংগ্রেসে মঙ্গলবার ক্লডিন গে’র সঙ্গে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট লিজ ম্যাগিল এবং এমআইটির স্যালি কর্নব্লাথকে এ ব্যাপারে কথা বলার জন্য ডাকা হয়েছিল। সেখানে ক্লডিন গেকে প্রশ্ন করা হয়, ইহুদি গণহত্যার ডাক দিলে তা বিশ্ববিদ্যালয়ের বিধিভঙ্গ করে কি না। জবাবে ক্লডিন গে সরাসরি ‘হ্যাঁ’ না-বলে বলেন, ‘‘বিষয়টা পরিপ্রেক্ষিতের উপরে নির্ভর করে।’’
[৪] কংগ্রেসের শুনানিতে ক্লডিন গে, ম্যাগিল ও স্যালি কর্নব্লাথের এই জবাবে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন ৭০ জনের বেশি রিপাবলিকান ও ডেমোক্রেট সদস্য। ওই কংগ্রেস সদস্যরা তাদের পদত্যাগ দাবি করেন। মার্কিন ইহুদি সংগঠনগুলোও এটা ভালভাবে নেননি।
[৫] হার্ভার্ডের শিক্ষার্থীদের নিজস্ব সংবাদপত্র হার্ভার্ড ক্রিমসনে পরে ক্লডিন গে বলেন, ‘‘আমি দুঃখিত। বলা কথা যখন যন্ত্রণা বাড়ায়, তখন অনুতাপ ছাড়া আর কিছুই করার থাকে না।’’
[৬] ইহুদি-বিদ্বেষ রুখতে কর্তৃপক্ষ কী কী করছেন, কংগ্রেসে সে কথাই তিনি বিশদে বলতে চেয়েছিলেন বলে জানিয়েছেন ক্লডিন। কিন্তু সেটা করতে গিয়ে ‘‘আমাদের বিশ্ববিদ্যালয়ে ইহুদি বিদ্বেষের যে কোনও জায়গা নেই, সেটা স্পষ্ট করে বলা হয়নি’’, মেনে নিয়েছেন ক্লডিন।
[৭] তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের (ইউপেন) প্রধান ম্যাগিলও। তিনিও কংগ্রেসে স্পষ্ট করে বলেননি, অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে কি না।
[৮] এ প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ফোরামের এক ব্যবসায়ী সদস্য বিশ্ববিদ্যালয় থেকে তাঁর অনুদান প্রত্যাহার করে নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। রস স্টিফেন্স ওই ব্যবসায়ি স্টোন রিজ অ্যাসেটস নামে একটি বাণিজ্য-সংস্থার সিইও। তিনি ১০ কোটি ডলার অর্থসাহায্য দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়কে। তিনি এখন সেটা প্রত্যাহার করে নেবেন বলে জানিয়েছেন। তাঁর দাবি, এই সিদ্ধান্তের পিছনে ‘নির্দিষ্ট ভিত্তি’ আছে। ম্যাগিলের অপসারণের দাবিও তুলেছিলেন তিনি।
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
